*Our Need vs Wish*
আমাদের দরকার vs চাওয়া

আমরা মানুষ হিসাবে অনেক কিছু চাই | ভালো বাসা, খাওয়া, যাতায়াত, পোশাক, চিকিৎসা, চাকুরী, সুনাম তার সাথে আবার এখন যুক্ত হয়েছে ফ্যান, ফলোয়ার, লাইক, শেয়ার ও কমেন্টস |

As human we want everything but if I ask my friends which one is need and which one is wish, many of them get confuse. Apart from House, Food, Medical, Transport, Job, Dress, fan, followers, share, like comments, which one is must and which one is optional or good to have?

বেঁচে থাকতে হলে আমাদের
> বাসস্থান দরকার |
> অসুস্থ হলে চিকিৎসা দরকার
> ভালো পোশাক দরকার
> খাবার দরকার
> শিক্ষা দরকার

সুনাম, সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার, লাইক, শেয়ার, কমেন্টস হলে ভালো কিন্তু না হলেও চলে | আর যদি ফেইসবুক, youtube এর আয় দিয়ে আপনার পেট চলে তাহলে ভিন্ন কথা |

May of my friends spend lots of their time into social media to maintain their Fan, followers, group but if I asked them, can you write you are admin/Moderator of have 8-10 Page/Group in your CV? Or can you write ✍️, you are admin of 15 WhatsApp group? Do you think your current or new employer will impress to see this? Does this add values to your career?

Is this need or wish? If this does not add values to your career, family why do you consider as priority or spend so much time?

Ask yourself last 2-3 Years how much skill, training or certification you have added to your CV for your Job? If you have not done much for your career, please start now.

It’s never too late to start now.

আরেকটা কথা,
ওই ভাই এটা ভুল করছে, ও ঐটা করেনাই, উনি বেশি বেশি করেছে – এই সব পরসমালোচনা বাদ দেন | অন্যের সমালোচনা ছেড়ে নিজের ক্যারিয়ারে মনোযোগী হন | পারলে নিজেকে আপগ্রেড করে ভালো চাকুরি করেন | তাতে দেশ যেমন বেশি রেমিটেন্স পাবে তেমনি আপনার পরিবারের সুখে থাকবে ও উন্নত জীবন যাপন করবে |

Remember,
Before you wanted to be a Hero for the society or country, be a hero to your family.

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন |

Thank You 🙏
Love you all ❤️

Nazmul Khan
From Singapore |

#career#upgrade#selfcare#personal#development

Tags: