(সারা তুমি কার ?)

সারা তার জন্মদিনে আমাকে দাওয়াত দিয়েছে | জীবনে এই প্রথম একটি বিদেশি মেয়ের জন্মদিনে দাওয়াত খেতে যাচ্ছি | বলতে পারেন sort of date 🥰| কিন্তু আমি তখন বিবাহিত, আর তাই এটা কি হালাল ডেট, নাকি হারাম ডেট, সেই বিষয়ে একটু পরই আসছি |

আমি এসেছি বুগিস শপিং মলে | সুন্দর একটা শার্ট, প্যান্ট কিনতে – সারার জন্মদিনে পরতে হবে | প্যান্ট না হয় কালো কিনলাম কিন্তু মুশকিল হলো শার্ট কি কালার কিনবো? সারার সাথে ম্যাচ করে কিনতে হবে, কিন্তু লজ্জায় ওকে জিজ্ঞেস করতে পারছিনা, সারা কি কালার ড্রেস পরবে | সারার প্রিয় কালার মেরুন আর তাই একটা মেরুন কালার এর শার্ট কিনলাম, সাথে কালো একটা প্যান্ট ও কালো জুতা | শার্ট পরে যখন ট্রায়াল রুমে ট্রাই করছিলাম কেন যেন মনে হচ্ছে সারা আমার পিছনে মেরুন কালার এর একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে | মনে মনে মনে হচ্ছে আমার ড্রেসটা সারার খুব পছন্দ হবে |

এটা ছিল ২০০৭ এর প্রথম দিকের গল্প, যখন আপেল মামা আইফোনে বের করেনি । তখন আমি নোকিয়া N৭৩ ফোন ব্যবহার করি । বলতে পারেন ওই সময় এই ফোনটি ছিল বেস্ট ফোন, খুব সুন্দর ছবি তুলা যায় । যেহেতু সারার সাথে ডেট করতে যাচ্ছি তাই ছবিতো কিছু তুলতেই হবে । সারার কথা ভাবতে ভাবতে হটাৎ ফোন বেজে উঠলো, ফোনে তাকিয়ে দেখি সারা কল দিয়েছে ।

সারা : Hi Naz, Tomorrow we are going for a date, remember?

(এমন একটা ভাব করলাম যে কাজের ব্যাস্ততায় কিছুই মনে নেই )

আমি: oh yeh, I totally forgot. So where do we meet?

সারা : no worry! You text me your address. Tomorrow I will pick you at 5pm from your house.

আমি: oh, you know my house address?

সারা : my GPS will help me to find it.

আমি: oh ok, ok. I will text you shortly.

কল রেখে সারাকে আমার বাসার এড্রেস মেসেজ করে পাঠিয়ে দিলাম ।

সারার ড্রাইভিং লাইসেন্স আছে জানি, কিন্তু সে সত্যি সত্যি আমাকে তার গাড়িতে করে আমাকে ঘুরতে নিয়ে যাবে ভাবিনি । এবার শুরু হলো অপেক্ষার পালা । সেদিন ছিল শুক্র বার। মনে হচ্ছে শনিবার ৫টা বাজতে কয়েক বছর লেগে যাবে ।

শনিবার বিকেল ৪টায় রেডি হয়ে বসে আছি । সারা কখন আসবে, সে কি ড্রেস পরে আসবে ? তার সাথে কে কে থাকবে … ইত্যাদি ইত্যাদি । ৪:৫৫ মিনিট বাজতেই সারা কল দিয়ে বললো আমি তোমার বাসার নিচে । বাসার নিচে নেমে সারাকে আর খুঁজে পাচ্ছি না ।

আমাদের বাসার সামনে ব্র্যান্ড নিউ একটা অডি A3 রেড কালার গাড়ি । দেখে মনে হচ্ছে মালিক খুব সৌখিন মানুষ ।

হঠাৎ অডি লাল গাড়ি থেকে সারা বের হয়ে আসলো । সারা আজ রেড কালার ড্রেস পড়েছে । মনে হচ্ছে এই রেড কালার ড্রেস শুধু এই অডি গাড়ির মালিককেই মানায় । সারার গাড়িটা এতো সুন্দর যে সারার চেয়ে বার বার অডি গাড়ির দেখে চোখ যাচ্ছে । হঠাৎ সারা ডাকছে …. নাজ লেটস গো !

সারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। সারাকেও আজ অনেক সুন্দর লাগছে । বিশেষ করে রেড ড্রেস, দামি একটা ব্রেসলেট , গলায় হোয়াইট গোল্ড এর চেন, মনে হচ্ছে এতো সুন্দর জিনিস গুলো ওর মতো সুন্দর মেয়েকেই মানায় ।

সারার গাড়িতে বসে নিজেকে অনেক অসহায় মনে হলো, আমি কত গরিব ।

সারা ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি । সারা জীবন দেখলাম নায়ক দামি গাড়িতে করে নায়িকাকে নিয়ে ঘুরতে যায়, আর আমি অধম নায়িকার পাশে বসে ঘুরতে যাচ্ছি । হঠাৎ সারার গলায় চোখ গেলো, সারা হোয়াইট গোল্ড এর চেন পরেছে সাথে অসম্ভস সুন্দর একটি বাটারফ্লাই পেন্ডেন্ট ঝুলছে । সারার রেড ড্রেসটা খুব সুন্দর কিন্তু গলার জায়গাটা একটু বেশি ওপেন । মনে হচ্ছে বডির অর্ধেক অংশ দেখা যাচ্ছে । অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম । মনে মনে বললাম, কি জানি হয়তো সিঙ্গাপুরের পার্টি ড্রেস গুলি এমনি হয় ! তবে আমার ওয়াইফ এই রকম একটা ড্রেস পড়লে নিশ্চই অনেক বকা দিতাম কিন্তু সারাকে বকাতো দূরের কথা এই বিষয়ে কথাই বল্ললাম না । হঠাৎ সারা জিজ্ঞাসা করলো,

সারা : নাজ, আর ইউ নাৰ্ভাস ?

আমি : লিটল বিট নাৰ্ভাস । ফার্স্ট টাইম গোয়িং আউট উইথ এ গার্ল ।

আমি : বাই দা ওয়ে, where are we going ?

সাহা : গোয়িং সান্তোস রিসোর্ট । I booked a Hotel to celebrate my birthday ।

এই বার আমার হাত পা ঠান্ডা হয়ে গেলে । ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম, দেখলাম ও যা বলছে তাতে বিন্দু মাত্র কোনো সংকোচ নেই ।

বার বার কে যেন বলছিল, নাজমুল ইউ আর ম্যারিড । হোয়াই আর ইউ গোয়িং উইথ এ গার্ল …..? আমি ভয়ে ভয়ে বললাম:

সারা, আই থট ইউ আর ব্রিংগিং মি টু নেচার,হোয়াই আর ওই গোয়িং টু হোটেল?

সারা বললো, নাজ আই টোল্ড ইউ মাই বার্থডে গিফট ইজ ওয়ান ডে ফ্রিডম ফ্রম ইউ? আই ওয়ান্ট টু হ্যাভ ক্যান্ডেল লাইট ডিনার উইথ ইউ ।

ওয়ান ডে হোয়াট এভার আই আস্ক ইউ, ইউ উইল ডু, রিমেম্বার? দ্যাটস মাই বার্থডে গিফট এন্ড ইউ হ্যাভ একসেপ্টেড ইট, রাইট?

এই বার সত্যি আমার হাত পা বুক সব কাঁপছে । বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছি । মনে মনে বলছি কত বড়ো একটা ভুল করে ফেলেছি।

সেই কবে একদিন কথার ফাঁকে ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বার্থডে গিফট কি চাও? সে বলেছিলো দামি কিছু না শুধু একদিন সময় ঘুরতে যেতে চায়, যেটাকে ও বলে ওয়ান ডে ফ্রিডম !

আমি ভালো করে সারার দিকে তাকালাম, দেখে মনে হলো সে খুব সিরিয়াস ……. সে AYE হাইওয়ে হয়ে সেন্টোসা হোটেলের দিকে গাড়ি ড্রাইভ করছে… 😉

সারা ড্রাইভ করতে করতে আমাকে বললো, নাজ ক্যান আই হোল্ড ইউর হ্যান্ড ……… 😞

চলবে ……….!!

আজ এই পর্যন্তই, বাকিটা অন্য একদিন লিখবো …. হোটেলে সারার সাথে কেমন সময় কাটলো ……!!

[আমি বাংলা টাইপ এ ভালো না, কোথাও ভূল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন | আপনার ভালো কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আর লিখা কেমন লাগলো, জানাবেন | ধন্যবাদ |

নাজমুল খান,

সিঙ্গাপুর থেকে ।