(আমাদের মন মানসিকতার উন্নয়ন দরকার)
সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সব দেশই এগিয়ে যাচ্ছে, কোনটা কম, আবার কোনটা বেশি | আমাদের দেশও এর ব্যতিক্রম নয় | কিন্তু আমার তো মনে হয় দেশ উন্নয়ন এর আগে, আমাদের মন মানসিকতা উন্নয়ন দরকার |
[গল্পটা আমার স্মরণীয় একটা ঘটনা থেকে নেয়া, পুরোটা পড়ার অনুরোধ রইলো, আশা করি আপনার ভালো লাগবে]
২০০৭ এর প্রথম দিকে একদিন SingTel ডাটা সেন্টার এ সারা রাত মাইগ্রেশন কাজ শেষ করে ভোর ৫ টাই বাসায় যাচ্ছিলাম | প্রতিবারের মতো ট্যাক্সি বুক করার পর একটা মারসিটিজ ট্যাক্সি হাজির হলো | আমি বেশির ভাগ সময় হুন্দাই বা টয়োটা বা হুন্ডা ট্যাক্সি পাই কিন্তু ওই রাতে মারসিটিজ ট্যাক্সি হাজির |
ট্যাক্সি দেখতে মোটামটি নতুন, ট্যাক্সিতে বসে সেটা টের পেয়ে গেলাম | ট্যাক্সি ড্রাইভার ভাই (চাইনিজ) বয়স ৬৫-৭০ হবে মোটামটি ভদ্র মনে হলো | ভালো বা খারাপ যাই বলেন, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে ট্যাক্সিতে বসেই ট্যাক্সি ড্রাইভার এর সাথে গল্প জুড়ে দেওয়া | আমি মনে করি আমাদের সবার কাছ থেকেই কিছু শিক্ষার আছে ইভেন ট্যাক্সি ড্রাইভার এর কাছে থেকেও | আর তাই প্রতিবারের মতো, এবার ও ট্যাক্সি ড্রাইভার এর সাথে গল্প জুড়ে দিলাম | ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি হাইওয়েতে নিয়ে যেতে যেতেই আমাকে গুড মর্নিং স্যার বললো | আমি থ্যাংক ইউ বলতেই আমাদের কথাপোকথন শুরু হলো যা নিচে বাংলায় শেয়ার করলাম:
উনি জিজ্ঞাস করলেন, আপনি কোথা থেকে এসেছেন?
আমি বললাম বাংলাদেশ থেকে |
আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি IT তে কাজ করেন? আমি বললাম জি, উনিক্স নিয়ে কাজ করি কিন্তু আপনি বুজলেন কিভাবে? উনি বললেন ডাটা সেন্টারে সাধারণত IT এর লোকজন কাজ করতে আছে আর SingTel এর এই ডাটা সেন্টার সবার কাছে পরিচিত |
সে আবার জিজ্ঞাস করলো, কোন এরিয়া থেকে এসেছেন?
আমি বললাম, ঢাকা থেকে |
সে আবার জিগাস করলো, ঢাকার কোথায় ?
আমি বললাম, এয়ার পোর্ট এর পাশের এলাকা |
এইবার সে জিজ্ঞাস করলো উত্তরা ?
আমি এবার সোজা হয়ে বসলাম, জি |
বেশ অবাক হলাম, সিঙ্গাপুরে এখনো অনেক মানুষ আছে যারা জানেনা বাংলাদেশ আলাদা একটা দেশ | অনেকে বাংলাদেশকে ইন্ডিয়ার একটা পার্ট মনে করে | যদিও রিসেন্ট ক্রিকেট খেলা বাংলাদেশকে অনেকের কাছে আলাদা একটা দেশ হিসাবে মনে করিয়ে দিয়েছে | তারপরও সিঙ্গাপুরের বেশির ভাগ মানুষ ক্রিকেট খেলা বুঝেনা বা আগ্রহও কম | তার পর ঢাকা বা উত্তরা চিনে সিঙ্গাপুরিয়ান খুবই কম |
আর তাই তাদের কাছ থেকে উত্তরা নামটা জানা মোটেই স্বাভাবিক না !
আমি জিজ্ঞাস করলাম, আপনি উত্তরা কিভাবে চিনেন ? সে জবাব দিলো সে বাংলাদেশে ১২ বছর চাকুরী করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশে শাখায় | ১০ বছর আগে রিটাইয়ার্ড করেছে | ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, টঙ্গী সহ অনেক গুলো বড় বড় শহরে প্রজেক্ট কমপ্লিট করেছে | উনি বাংলাদেশ, কোরিয়, জাপান, চাইনা, সুইডেন সহ ১৭ টা বিভিন্ন দেশে বিভিন্ন প্রজেক্টে নিয়ে কাজ করেছেন |
লোকটার গল্প শুনে মন ভরে গেলো | খুব সংকোচ করে জিজ্ঞাস করলাম কেন এই (ট্যাক্সি) পেশায় আসলেন? বললেন পার্ট টাইম কাজ করেন, টাইম পাছ করতে | বাসায় কাজ না করতে করতে বোর লাগে | জিজ্ঞাস করলাম, আপনার বাসায় কে কে আছে ? বললো উনার ৩টা বাড়ি, ২টা ভাড়া দেওয়া আর একটা ৩ তালা বাংলো বাড়ি, উনারা থাকেন | এক ছেলে ৩ তলায়, এক মেয়ে ২ তলায় আর তারা ১ তলায় থাকেন | ছেলে সিঙ্গাপুর সুপ্রিম কোর্ট এর একজন জজ আর মেয়ে সিঙ্গাপুর ন্যাশনাল উনিভার্সিটির হসপিটাল একজন ডাইরেক্টর |
এটা শুনে তার প্রতি সম্মানটা আরো বেরে গেলো | আসলেই সিঙ্গাপুরিয়ানদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে | গত ১৫ বছর ধরে শিখছি আরো শিখবো |
আমি আরো লক্ষ করলাম, আমাদের দেশের যখন যে সরকার আসে; সেই সরকার সিঙ্গাপুর কে ফলো করে | যদিও আমাদের মন্ত্রী, মিনিষ্টারা একটু বাড়িয়ে বলে তার পরও তারা চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে | আর উন্নয়ন কোনো কারণে বাধা গ্রস্থ হলে, সরকার কে আমরা দোষ দেই |
আমার তো মনে হয় দেশ উন্নয়ন এর আগে আমাদের মন মানসিকতা উন্নয়ন দরকার |
আমরা নামি-দামী ইউনিভার্সিটিতে পড়াশুনার জন্য কত টাকা খরচ করি, কিন্তু মন মানসিকতা উন্নয়নের জন্য একটু সময়, পজিটিভ ভাবনা, সৎ ও সহানুভুতিটা খরচ করি না | আমার তো মনে হয় পৃথিবীর সব চেয়ে বোকা মানুষ আমরা বাংলাদেশী জাতি |
[আমি বাংলা টাইপ এ ভালো না, কোথাও ভূল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন | এই ঘটনা টা প্রায়ই আমার মনে পরে এবং আমাকে উৎসাহ দেয় | আপনার ভালো লাগলে আমার লিখাটা স্বার্থক হবে |]
আপনার ভালো কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আর লিখা কেমন লাগলো, জানাবেন | ধন্যবাদ |
#ভালোবাসা#সম্মান#মানুষ#দেশ#উন্নয়ন#জাতি
#Love#respect#human#country#develop
নাজমুল খান,
সিঙ্গাপুর থেকে ।